নিউজিল্যান্ড- বাংলাদেশের টি টোয়েন্টি সিরিজের এর উদ্দেশ্য করে ১৯ সদস্যদের দল ঘোষনা করেছে বাংলাদেশ। আগামী ১ সেপ্টেম্বর মাহমুদউল্লাহ রিয়াদের নেতৃত্বে মাঠে নামছে টাইগার বাহিনী। জমকালো আয়োজনের এ সিরিজে দলে ফিরেছেন উইকিপার ব্যাটসমান মুশফিকুর রহিম।
আসন্ন সিরিজে আগের মতোই ধারাবাহিকতা ধরে রাখুক এটাই প্রত্যাশা ক্রিকেটপ্রেমীদের। এক নজরে নিউজিল্যান্ড সিরিজে বাংলাদেশের ১৯ সদস্যদের তালিকা...
১. মাহমুদউল্লাহ রিয়াদ
২. সাকিব
৩. মুশফিক
৪.সৌম্য
৫. লিটন
৬. মোসাদ্দেক
৭. আফিফ
৮.মোহাম্মদ নাঈম
৯. নুরুল হাসান
১০.রুবেল
১১. মোস্তাফিজ
১২. তাসকিন
১৩.শামীম
১৪. সাইফুদ্দীন
১৫.শরিফুল
১৬. তাইজুল
১৭.মাহেদী
১৮. আমিনুল
১৯.নাসুম